জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

কিংবদন্তি এক দিনে হয় না

অজয় দাশগুপ্ত : মাশরাফি কে দেখলাম কোন একটি টক শোতে কথা বলছেন।বাড়ি ভাঙ্গচুর ও আগুন দেয়ার পর তার মায়ের পরিহিত শাড়িটি ছাড়া কোন পোশাকই অক্ষত ছিল না। ছাই হয়ে কালো হয়ে যাওয়া বাড়িটি দেখতে এখন ভূতুড়ে বাড়ির মতো।
মাশরাফির অপরাধ, তিনি বাংলাদেশ ক্রিকেটের সফল ও উদ্দীপনা জাগানো ক্যাপ্টেন। রাজনীতি করতেন বলে তার ছবিতে লিখে দেয়া হয়েছিল,.. ডার ক্যাপ্টেন।

সাকিব আল হাসান। শচীন তেন্ডুলকার যে বার ১০০ তম সেঞ্চুরি করেছিলেন সে খেলায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছিল সাকিব। শচীন বলতেন বাংলাদেশের হয়ে একমাত্র বিশ্ব খেলোয়াড় হতে পারে সাকিব৷ এও বলেছিলেন, রিটায়ার্ড হবার পর ও আমাদের সাথে ই খেলবে।

লিজেন্ড বা কিংবদন্তি এক দিনে হয় না। বহু ভুল ত্রুটি সংকট সংকীর্ণতা পেরিয়ে কেউ একজন তা হয়ে উঠলে তাকে সম্মান করে যত্নে রাখলেই সমাজ এগোয়, দেশ গর্বিত হয়।

আজ একজন থেকেও নেই, অন্যজন দেশে ফিরতে পারেন না। সাধে কী রবীন্দ্রনাথ লিখেছিলেন, হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান।