শরিফুল হাসান : একটা দেশে যখন যে ক্ষমতায় থাকে তার পছন্দ-অপছন্দেই যদি আদালত, পুলিশ, প্রশাসন সব চলে সেই দেশে আর যাই হোক সুশাসন আর মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় না! আর সুশাসন ও মূল্যবোধ না থাকলে যতোই উন্নয়ন বা সংস্কারের কথা বলা হোক সব অর্থহীন!
পৃথিবীর দেশে দেশে তাকান। নির্বাহী তথা শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ- এই তিনটি হলো একটা রাষ্ট্রের মূল স্তম্ভ। আর চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। একটা দেশের গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনসহ দেশ ও জনগনের কল্যাণে এই স্তম্ভগুলোর সত্যিকারের ন্যায় ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এই বাংলাদেশেই কখনোই কোন স্তম্ভ ঠিকমতো কাজ করেনি।
আফসোস গত ৫৩ বছর ধরে যখন যে ক্ষমতায় ছিল বা থাকে তারা সবসময় নিজেদের স্বার্থে রাষ্ট্রের সব বিভাগকে ভীষণ নোংরা ভাবে ব্যবহার করেছে। অন্যদিকে আদালত, পুলিশ, প্রশাসনও পাল্টা ক্ষমতাকে তুষ্ট করতে চেয়েছে। ফলাফল মানুষের দুর্ভোগ, হয়রানি, মৃত্যু, দুর্নীতি, লুটপাট, মামলা, হামলা আরো কতো কতো দুর্দশা! আফসোস তারপরও আমাদের বোধ জাগলো না! আচ্ছা দেশ আর মানুষের আর কতো ক্ষতি হলে বোধ জাগবে? আর কবে? লেখক: কলামিস্ট। ফেসবুক থেকে