বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এর অবদান অপরিসীম। সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এক আলোচনায় বলেছেন ইনক্লুসিভ রাজনীতির কথা, যা মূলধারার বিভিন্ন পত্র পত্রিকা ও টিভি মিডিয়ার মাধম্যে আমরা জানতে পারি। কিন্তু তাদের কর্ম পদ্ধতিতে তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পারছি না। সাম্প্রতিক সময়ে রাষ্ট্র সংস্কার এর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্ঠার বৈঠক জাতি দেখতে পেয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিত ভাবে উপেক্ষা করা হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের জনসমর্থন কে উপেক্ষা করা যাবে না।
আরো পরিতাপের বিষয় হলো, ৫ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ বাংলাদেশের সংখ্যালগু সম্প্রদায়ের উপর যে হত্যা, নির্যাতন , বাড়ি ঘর সহ ব্যাবসা প্রতিষ্ঠান লুটের ঘটনা ঘটেছে তার সুষ্ঠ কোনো ব্যবস্থা নিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম একজন শারীরিক প্রতিবন্ধী আব্দুল্লাহ আল মাসুদ নামে সাবেক এক ছাত্র লীগ কর্মীকে হত্যা করা হলো। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আজ ঘর বাড়ি ছাড়া, বিভিন্ন মিথ্যা মামলায় তাদের জড়ানো হচ্ছে, শুধু তাই নয় বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর নামে চাঁদা দাবি করা হচ্ছে। যা একটি রাষ্ঠের জন্য অসিনি সংকেত।
পরিশেষে বলতে চাই আওয়ামী লীগ বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া বর্তমানে চলমান, তার ফল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভাল হবে না। যতদ্রুত বিষয়টি বর্তমান সরকার বুঝবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল। সবার শুভ বুদ্ধির উদয় হোক।
ড. হুমায়ুন কবীর
সুইডেন প্রবাসী রাজনৈতিক কর্মী
Leave feedback about this