জানুয়ারি ২১, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

অন্য ধ‌র্মের যারা এ দেশে বসবাস করেন তাঁদের আমাদের দরকার

মুশফিক ওয়াদুদ : ১. গাজা যেভাবে ইসরাইল দখল করে এবং দখল বজায় রাখে, লেবাননে সেটা পারে না। এর আগে কোন যুদ্ধেই ইসরাইল লেবানন দখল করে রাখতে পারে নাই। কারণ কি? অনেক কারণ হয়তো আছে। তবে আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয় লেবাননের বৈচিত্রময় জনগণ। লেবাননের প্রায় ৪০ শতাংশ খ্রিষ্টান। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এ সব খ্রিষ্টানদের অনেকেই হিজবুল্লাহর সম‌র্থক।

২. ব্রাত্য রাইসু ভাই ভারতের মোকাবেলায় বাংলাদেশের কৌশল নিয়ে একটা পোস্ট দিয়েছেন। আমিও তাঁর সাথে একমত। আমরা তখনই জাতি হিসেবে শক্তিশালী হবো যখন বৈচিত্র্যকে লালন করতে পারবো। অন্য ধ‌র্মের যারা এ দেশে বসবাস করেন তাঁদের আমাদের দরকার। ঐক্য দরকার। দেশে অনেকেই যেমন এটি কে শুধু মুসলমানদের দেশ বানাতে চান, সেটা জাতির জন্য ক্ষতিকর। লেবাননের মতো বৈচিত্রময় দেশ হইতে হবে। লেখক ও গবেষক। ফেসবুক থেকে