অনির্দিষ্টকালের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান; স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘর্ষে রুপান্তরিত হয়েছে। যার ফলে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকি তৈরী হয়েছে। তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত সারা দেশে ছয়জন নিহত হয়েছে।
শিক্ষা
অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৬, ২০২৪
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 169 জন দেখেছে
Leave feedback about this